স্বাধীনতা দিবসে পেট্রোলের দাম কমছে ভারতে
ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষে পেট্রোলের দাম ২ টাকা কমানো সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস (১৫ আগস্ট) উপলক্ষে ভারতীয় সময় দিনগত রাত ১২টা থেকে এ দাম কর্যকর হবে বলে জানিয়েছে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
তিনি জানান, ভারতের স্বাধীনতা দিবসের দিন থেকেই কম দামে পেট্রোল পাবেন ক্রেতারা। এটি কার্যকর হলে চলতি মাসে দুইবার পেট্রোলের দাম কমবে ভারতে।
এ ব্যাপারে ইন্ডিয়ান অয়েল কোম্পানির চেয়ারম্যান বি অশোক আগেই জানিয়েছিলেন, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম গত কয়েক দিনে কিছুটা কমেছে। যে কারণে দেশেও পেট্রোলের দাম কমানো হতে পারে।