ভারতে ঝড়-বৃষ্টির সঙ্গে পারদপাত, নিহত ১৪


প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ১৫ মার্চ ২০১৫

প্রচণ্ড ঝড় ও ভারি বর্ষণে ভারতে ১৪ জন মারা গেছে। পারদপাতসহ শিলা বৃষ্টির  কারণে রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া অনলাইন।

নিহত ১৪ জনের মধ্যে ১২ জন রাজস্থানের। ঝড়, বৃষ্টি ও বজ্রপাত এদের মৃত্যুর কারণ বলে জানা গেছে। অন্য দুজন নিহত হয়েছে উত্তরাখন্ডে। ভারি বৃষ্টিতে পাথর ধসে চাপা পড়ে এ দুজনের মৃত্যু হয়।

এদিকে রাজধানী দিল্লিতে দিনের স্বাভাবিক তাপমাত্রা প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস কমে গিয়ে দাঁড়ায় ১৯.৬ ডিগ্রি। সেখানে হিমহিম পরিবেশ বিরাজ করছে।

ভারতের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী, দিল্লিতে রোববার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ৩ মিলি মিটার। এতে শহরের অনেক অঞ্চল প্লাবিত হয়।

অন্যদিকে প্রবল বাতাস ও ভারি বৃষ্টির কারণে রাজস্থানের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বজ্রপাতে ও শিরা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছে অনেকেই।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।