ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারবে না উত্তর কোরিয়া : ট্রাম্প


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৩ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বা হামলা চালাতে পারবে না উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের হুমকিকে উড়িয়ে দিয়ে এমন মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার রাতে এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন, ‘উত্তর কোরিয়া বলছে, ওরা নাকি যুক্তরাষ্ট্রে হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির শেষ ধাপে রয়েছে। কিন্তু কোনো কালেই এটা ঘটবে না।’

জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকবার সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়াকে কখনোই পরমাণু শক্তিধর রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে মার্কিন সরকার।

তবে ওবামা সরকার বিদায় নিলে আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়া নিয়ে তার সরকারের অবস্থান বদলাবে কিনা সেটাই এখন দেখার বিষয়।

সম্প্রতি ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়ে উত্তর কোরিয়ার শাসক কিম জং উন বলেছেন, এক দেশ থেকে অন্য দেশে হামলা করতে পারে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির শেষ ধাপে রয়েছে তার দেশ।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।