ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্ভব : কেরি


প্রকাশিত: ১১:৪১ এএম, ১৫ মার্চ ২০১৫

ইরানের সঙ্গে বিশ্ব শক্তিগুলোর পারমাণবিক চুক্তি সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। শনিবার মিসরে সিবিএস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খবর প্রেস টিভি।

কেরি বলেন, আগামী দিনে ইরানের বিতর্কিত পারমাণবিক ইস্যু নিয়ে একটি চুক্তি করা যাবে বলে আমি আশা করি। কেরি এমন এক সময় এ মন্তব্য করলেন যার কয়েক দিন পর সুইজারল্যান্ডে নতুন করে ইরানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

পশ্চিমাদের অভিযোগ, ইরান পারমাণবিক কর্মসূচির আড়ালে আণবিক বোমা তৈরি করছে। তবে ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, তারা বেসামরিক কাজে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে।

এএইচ/আরআই
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।