বেনজামিন নেতানিয়াহুকে পুলিশের জেরা


প্রকাশিত: ০৫:২২ এএম, ০৩ জানুয়ারি ২০১৭

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে তিন ঘণ্টা ধরে জেরা করেছে পুলিশ। ব্যবসায়ীদের কাছ থেকে উপহার গ্রহণ করার সন্দেহে দুর্নীতির তদন্তের অংশ হিসেবে তাকে জেরা করা হয়। এ নিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে কিছুটা অস্থির অবস্থা বিরাজ করছে। খবর বিবিসির।

কেন্দ্রীয় জেরুজালেমে নিজের বাড়িতেই নেতানিয়াহুকে জেরা করেন তদন্তকারীরা। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ব্যবসায়ীদের কাছ থেকে তিনি সুবিধা গ্রহণ করেছেন এমন অভিযোগের ভিত্তিতেই তাকে জেরা করা হয়েছে। তবে এর বাইরে আর কিছু জানানো হয়নি।

তবে কোনো ধরনের অন্যায় বা অপরাধের বিষয়টি অস্বীকার করেছেন নেতানিয়াহু। তিনি তার দলকে নববর্ষে সব ধরনের উৎসব এবং আনুষ্ঠানিকতা চালিয়ে যেতে বলেছেন।

আইন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশের দুর্নীতি বিরোধী দলের বেশ কয়েকজন কর্মকর্তা নেতানিয়াহুকে জেরা করেছেন। তার বিরুদ্ধে ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।