হজ নিয়ে আলোচনার জন্য ডাকেনি সৌদি : ইরান


প্রকাশিত: ০৪:০৫ এএম, ০৩ জানুয়ারি ২০১৭

২০১৫ সালে মিনায় পদদলিত হয়ে প্রায় হাজারো হজযাত্রীর মৃত্যুর পর ‘নিরাপত্তা এবং নাশকতার’ প্রশ্ন তুলে গতবছর হজ বর্জন করেছিল ইরান। চলতি বছর সে বিষয়ে আলোচনার জন্য সৌদি আরব ইরানকে আমন্ত্রণ জানিয়েছে- এমন প্রতিবেদনের সত্যতা উড়িয়ে দিয়েছে দেশটি।

ইরানের হজ বিষয়ক সংস্থার নতুন প্রধান হামিদ মোহাম্মদি বলেছেন, তারা কোনো আমন্ত্রণ পাননি।

সারা বিশ্চের মুসলিমদের মতো ইরানের মুসলিমরাও যাতে আবার হজ করতে পারেন সে বিষয়ে সংস্থাটি কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

গত বছর হজ চলাকালে মিনায় পদদলিত হয়ে সৌদি সরকারের হিসেবেই সাত শতাধিক হজযাত্রীর মৃত্যু হয়, যাদের বেশিরভাগই ইরানি। ইরান তখনই দাবি করেছিল, নিহতের সংখ্যা অন্তত ২ হাজার। সৌদি সত্য লুকাচ্ছে।

ওই গঠনার জের ধরে সৌদি-ইরান সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। শেষ পর্যন্ত গতবছর হজ থেকে বিরত থাকেন ইরানিরা।  

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।