তুরস্কে নাইটক্লাবে হামলার ঘটনায় আটক ১২


প্রকাশিত: ০৩:১৯ এএম, ০৩ জানুয়ারি ২০১৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে বর্ষবরণের দিনে একটি নাইটক্লাবে হামলার ঘটনায় ১২ জনকে আটক করেছে পুলিশ। ওই হামলার ঘটনায় কমপক্ষে ৩৯ জন প্রাণ হারায়। নতুন বছরকে বরণ করে নিতে নাইটক্লাবে জড়ো হওয়া মানুষদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।

ওই হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) জানিয়েছে, তাদের এক সাহসী বীর ওই হামলা চালিয়েছে।

ওই হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার সন্দেহে সোমবার ১২ জনকে আটক করেছে ইস্তাম্বুলের এন্টি টেরোর পুলিশ।  

দোগান নিউজ এজেন্সির খবরে জানানো হয়েছে, নাইটক্লাবে হামলার ঘটনায় অভিযান শুরুর পর পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।