আরব আমিরাতে দুই ডজনেরও বেশি ফ্লাইটে বিপর্যয়


প্রকাশিত: ০২:১০ পিএম, ০২ জানুয়ারি ২০১৭

কুয়াশার কারণে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের দুই ডজনেরও বেশি বিমানের ফ্লাইটে বিপর্যয় দেখা দিয়েছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরগামী ও ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা এসব বিমানের অধিকাংশ ফ্লাইট বিলম্ব অথবা বাতিল হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরের দ্বিতীয় দিনে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের বিমানের ফ্লাইটের সূচি ভেঙে পড়েছে। ভারত, নিউ ইয়র্ক, যুক্তরাজ্য, ওমান, শ্রীলঙ্কা ও কুয়েত থেকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরগামী ২৮টি ফ্লাইটের যাত্রা বিলম্বিত হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

এ ছাড়া সোমবার দুবাই থেকে উড্ডয়নের অপেক্ষায় থাকা ফ্লাইদুবাইয়ের ৯টি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। এর আগে নতুন বছরের সন্ধ্যায় ২১টি বিমানের যাত্রা বাতিল করে দুবাইয়ের এই বিমান সংস্থা।

সংযুক্ত আরব আমিরাতের বেসরকারি বিমান সংস্থাগুলো খারাপ আবহাওয়ার কারণে বিমানের ফ্লাইটে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করে দিয়েছে। এদিকে খারাপ আবহাওয়ার কারণে গত কয়েকদিনে আমিরাতে কয়েকশ যাত্রী আটকা পড়েছে।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।