নাশিদের কারাদণ্ডে উদ্বিগ্ন বিশ্ব


প্রকাশিত: ০৬:২৪ এএম, ১৫ মার্চ ২০১৫

আন্তর্জাতিক সমালোচনায় পড়েছে মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদের ১৩ বছর কারাদণ্ডের রায়। তার এই শাস্তির তীব্র সমালোচনা করেছে ভারতের বিভিন্ন মানবাধিকার সংগঠন। এছাড়া সমালোচনায় সরব হয়েছে আমেরিকা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও।

উল্লেখ্য, তাঁর শাসনকালে এক বিচারককে গ্রেফতারের নির্দেশ দেওয়ার অভিযোগে নাশিদকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়ে দোষী সাব্যস্ত করে রাজধানী মালের একটি আদালত। আদালতের এই রায়ে সিলমোহর দেয় আবদুল্লাহ ইয়ামিনের সরকার।

এরপর মালদ্বীপজুড়ে শুরু হয় নাশিদ সমর্থক এবং নিরাপত্তারক্ষীদের খণ্ডযুদ্ধ। প্রতিবেশী রাষ্ট্রে অশান্তি ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়, মালদ্বীপের পরিস্থিতির ওপর ২৪ ঘণ্টা নজর রাখা হচ্ছে।

আমেরিকার দাবি, নাশিদকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করে, বিচারের নামে রাজনৈতিক প্রহসন হয়েছে মালদ্বীপে।

এমজেড/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।