মোগাদিসু বিমানবন্দরের কাছে গোলাগুলির পর বিস্ফোরণ


প্রকাশিত: ১০:১৬ এএম, ০২ জানুয়ারি ২০১৭

ব্যাপক বিস্ফোরণে কেঁপে উঠেছে সোমালিয়ার রাজধানী মোগাদিসু। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মোগাদিসুর বিমানবন্দরের কাছে ওই বিস্ফোরণ ঘটেছে।

সোমবারের ওই বিস্ফোরণের আগে গোলাগুলির আওয়াজ পাওয়া গেছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে, একই দিনে ইরাকের রাজধানী বাগদাদের সদর সিটিতেও নতুন বছরের দ্বিতীয় দিনে বোমা হামলায় অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। এর আগের দুই দিন দেশটিতে জোড়া বোমা হামলায় ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। 

সূত্র : আলজাজিরা।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।