ছুটির দিনে অফিসের ইমেইলে ‘না’


প্রকাশিত: ০৩:০১ এএম, ০২ জানুয়ারি ২০১৭

ফ্রান্সে কর্মচারীদের জন্য একটি নতুন আইন কার্যকর হয়েছে। দেশটির কর্মচারীরা এখন থেকে চাইলেই ছুটির দিনে অফিসের ইমেইল উপেক্ষা করতে পারবেন। এ সংক্রান্ত একটি নতুন আইন রোববার থেকে কার্যকর হয়েছে। খবর বিবিসির।

৫০ জনের বেশি কর্মচারী রয়েছেন এমন প্রতিষ্ঠান এই আইনের আওতায় পড়বে। প্রত্যেককে এই আইন মেনে চলতে হবে।

এই আইনের পক্ষে যারা সমর্থন করেছেন তারা বলছেন, অফিসের কাজের সময়ের বাইরেও কর্মচারীকে তাদের ইমেইলের দিকে নজর রাখতে হচ্ছে কিংবা সেসব ইমেইলের জবাব দিতে হচ্ছে। এতে করে তারা আসলে ন্যায্য ওভারটাইম পাচ্ছেন না।

এছাড়া ছুটির দিনে অফিসের কাজ করার জন্য তারা যথেষ্ট বিশ্রাম নিতে পারছেন না, তাদের ঘুমের ব্যঘাত ঘটছে এবং পরিবারেও সমস্যা তৈরি হচ্ছে। এতে করে তারা ছুটির দিনটাও ভালোভাবে কাটাতে পারছেন না।

ফ্রান্সে একজন কর্মচারীকে প্রতি সপ্তাহে গড়ে ৩৫ ঘন্টা কাজ করতে হয়। ২০০০ সাল থেকে এই নিয়ম চালু রয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।