দুবাইয়ে চালু হচ্ছে চালকবিহীন ট্যাক্সি


প্রকাশিত: ০১:৫৬ পিএম, ০১ জানুয়ারি ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্মার্ট পরিবহন সেবা চালু করতে যাচ্ছে দেশটির সড়ক পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)। দুবাইয়ে চালকবিহীন ট্যাক্সি চালুসহ ৬৪টি পদক্ষেপ হাতে নিয়েছে কর্তৃপক্ষ। ২০২১ সালের মধ্যে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে আরটিএ জানিয়েছে।

আরটিএর নেয়া পদক্ষেপের মধ্যে অন্যতম হচ্ছে শহরে স্মার্ট ও উদ্ভাবনী পরিবহন ব্যবস্থা চালু করা, পরিবহন ব্যবস্থার উন্নয়নে অবকাঠামো নির্মাণ। এ ছাড়া ট্রাফিক আইন লঙ্ঘনকারী চালকদের শনাক্ত ও রাস্তায় তাদের অবস্থান চিহ্নিত করা।

আরটিএ’র ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাত্তার আল তায়ের বলেছেন, ২০১৯ সালের মধ্যে দুবাইয়ে ২২টি পরিকল্পনা বাস্তবায়ন হবে।

এসআইএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।