সান্তাক্লজের পোশাকে তুরস্কের নাইট ক্লাবে হামলা?


প্রকাশিত: ১২:১৭ পিএম, ০১ জানুয়ারি ২০১৭

তুরস্কের ইস্তাম্বুল শহরের নাইট ক্লাবে নতুন বছর উদযাপনের অনুষ্ঠানে এক বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। নাইট ক্লাবের হামলাকারী সান্তাক্লজের পোশাক পরিহিত ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এদিকে, সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে; ইস্তাম্বুলের রেইনা ক্লাবের বাইরে হামলাকারীর শরীরে কালো কোট ছিল। তবে হামলাকারী একাধিক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই বলেছেন, হামলায় একাধিক ব্যক্তি জড়িত ছিলেন। তবে দেশটির কর্মকর্তাদের দাবি, হামলাকারী একজনই ছিলেন।

বিবিসি বলছে, হামলাকারী যদি সান্তাক্লজের পোশাক পরে থাকেন; তাহলে সেই দাবিকেও একেবারেই হাস্যকর বলা যাবে না। তুরস্কের ইংরেজি ভাষার জাতীয় দৈনিক ডেইলি সাবাহ বেলছে, নতুন বছরের অনুষ্ঠান ঘিরে অন্তত ১৫ হাজার পুলিশ সদস্য ইস্তাম্বুলে সান্তাক্লজের পোশাক পরে টহলে নিয়োজিত ছিলেন।

নতুন বছরের শুরুতে তুরস্কের বন্দুকধারীর হামলায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইস্তাবুলে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বলে দেশটির সরকারি সংবাদসংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে জানিয়েছে।

হামলার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে শোকবার্তা পাঠিয়েছেন। এ ছাড়া পাকিস্তান, যুক্তরাজ্য, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা তুরস্কে হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন।   

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।