ইন্দোনেশিয়ায় পর্যটন নৌকায় অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ০১ জানুয়ারি ২০১৭

ইন্দোনেশিয়ায় পর্যটকদের বহনকারী একটি বড় নৌকায় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। ওই নৌকায় করে পর্যটকরা রাজধানী জাকার্তার উত্তরাঞ্চলীয় দ্বীপে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর নৌকাটি থেকে দেড়শ’জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের ভাগ্যে কি জুটেছে তা জানা যায়নি।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার পর ২০ জন নিখোঁজ রয়েছেন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা দপ্তরের মুখপাত্র সুতোপো পুরো নুগরোহো আনাদোলু নিউজ এজেন্সিকে জানিয়েছেন, পর্যটকদের বহনকারী জাহরু এক্সপ্রেসের নৌকাটি জাকার্তা থেকে তিদুং দ্বীপে যাচ্ছিল।

তিনি আরো জানিয়েছেন, আগুন নেভাতে দমকলের পাঁচটি নৌকা মোতায়েন করা হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।