নেতৃত্ব নিয়ে শচিনের আক্ষেপ
চব্বিশ বছরের ক্রিকেট জীবনে অনেক কিছু পেয়েছেন। তবে অধিনায়ক হিসেবে যথেষ্ট সময় না পাওয়ার আক্ষেপটা এখনো রয়েই গেছে শচিন টেন্ডুলকরের। শুক্রবার এক আলোচনা অনুষ্ঠানে এমনটাই স্বীকার করে নিলেন ক্রিকেটের এই কিংবদন্তি তারকা।
তাঁর সতীর্থদের কেউ কেউ যখন বছরের পর বছর ভারতীয় দলের অধিনায়কত্ব করেছেন, অনেকে সফলও হয়েছেন, তবে তিনি দুই বারে মোট বাইশ মাসের বেশি দলকে নেতৃত্ব দিতে পারেননি, এটাই শচিনের ক্রিকেট জীবনের বড় আক্ষেপ।
এ সম্পর্কে তিনি বলেন, প্রথম বার মাত্র বারো-তেরো মাস পর আমাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন খুব হতাশ হয়েছিলাম। শচিনের নেতৃত্বে ভারত ২৫টি টেস্টের মধ্যে জয় পায় চার ম্যাচে আর হারে নয় ম্যাচে।
ভারতের চলতি বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে শচিন বলেন, ভারত যা খেলছে, তাতে তো মনে হচ্ছে আমরাই চ্যাম্পিয়ন হব। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবদিকেই ভাল করছে ওরা। আমরা কখনও নিজেদের দলকে কৃতিত্ব দিই না। আমি কিন্তু তা দিতে চাই।
এমআর/আরআইপি