জার্মানিতে হিজাব বৈধ হচ্ছে


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ১৪ মার্চ ২০১৫

জার্মানিতে মুসলিম নারী শিক্ষিকাদের হিজাব পরা বৈধ করা হলো। দেশটির কেন্দ্রীয় কোর্ট এই সিদ্ধান্ত জানিয়ে দেন। হিজাব পড়তে নিষেধাজ্ঞা এটা ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হয়ে যায়।

দুই জন মুসলিম নারী শিক্ষিকার আবেদনের প্রেক্ষিতে কোর্ট এই রায় দেয়। এই সিদ্ধান্ত জার্মানির সব প্রদেশে বলবৎ থাকবে।

কোর্ট আরো বলেন, যদি মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধ থাকে তাহলে শিক্ষা ও সাংস্কৃতির মূল্যবোধের জায়গায় তা খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য চপেটাঘাত হয়ে দাঁড়াবে এবং এটা সংবিধান পরিপন্থী। ধর্মীয় বৈষম্য বিষয়ে নিরাপত্তা দিতেও জার্মানের কেন্দ্রীয় কোর্ট নির্দেশ দেন।

এমজেড/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।