চীনে শীর্ষ সেনা কর্মকর্তাকে বহিষ্কারের সিদ্ধান্ত
চীনের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে ইতোমধ্যে তাকে কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার এবং সেনাবাহিনীর পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসির।
অভিযুক্ত জেনারেল জু কেইহৌ দেশটির উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী পরিষদ ‘পলিটব্যুরো’র সদস্য। তাকে এখন কোর্ট মার্শালের মুখোমুখি করতে প্রসিকিউটরদের হাতে তুলে দেওয়া হবে।
জিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির প্রেসিডেন্ট জি জিনপিং-এর সভাপতিত্বে সামরিক নিয়ম-শৃঙ্খলা নিয়ে পলিটব্যুরোর এক সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেনারেল জু’কে বরখাস্ত ও সামরিক প্রসিকিউটরদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।