সামরিক উত্তেজনার মধ্যে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৩ মার্চ ২০১৫
ফাইল ছবি

উত্তর কোরিয়া ভূমি থেকে আকাশে উৎক্ষেপণ যোগ্য সাতটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার তাদের পূর্ব উপকূলীয় সাগরে তারা এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। কোরীয় উপদ্বীপে ব্যাপক সামরিক উত্তেজনার মধ্যেই নেতা কিম জং-উন এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষার কার্যক্রম তত্ত্বাবধান করেন। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় সন্দক শহরের কাছের উৎক্ষেপণ স্থল থেকে বৃহস্পতিবার সকালে এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর সময় কিম তা পর্যবেক্ষণ করেন।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বার্ষিক সামরিক মহড়াকে আগ্রাসনের মহড়া হিসেবে উল্লেখ করে উত্তর কোরিয়া এর কঠোর ভাষায় নিন্দা করায় এ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হলো।

ওই মুখপাত্র আরো জানান, এ যৌথ মহড়াকে কেন্দ্র করে আমরা এটিকে উত্তর কোরিয়ার আরেকটি শক্তি প্রদর্শন হিসেবে দেখছি।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার এ যৌথ সামরিক মহড়া আগামী ২৪ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।