বিজেপির নির্বাহী পরিষদে ঠাঁই হয়নি হেমা ইরানির


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ১২ মার্চ ২০১৫

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় নির্বাহী পরিষদে ঠাঁই পাননি ভারতে শিক্ষামন্ত্রী স্মৃতি ইরানি ও অভিনেত্রী হেমা মালিনীর। এ পরিষদে এবার নতুন সদস্যদের মধ্যে রয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।

জানা গেছে, বিজেপি সভাপতি অমিত শাহ দলের   পুনর্গঠন করেছেন। তবে ১১১ সদস্যের এ পরিষদে স্থান পাননি নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার কনিষ্ঠ সদস্য স্মৃতি ইরানী। বৃহস্পতিবার সন্ধ্যায় এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, গত বছরের মে মাসে ভারতের কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সময় স্মৃতি ইরানিকে একজন উদীয়মান তারকা হিসেবেই দেখা হচ্ছিল। ফলে দলের পুনর্গঠিত নির্বাহী পরিষদে তার স্থান না পাওয়া বিস্ময়ের জন্ম দিয়েছে।

স্মৃতি ইরানি ছাড়াও বিজেপির পুনর্গঠিত নির্বাহী পরিষদে স্থান না পাওয়া অন্য নেতাদের তালিকায় রয়েছেন মন্ত্রী নাজমা হেপতুল্লাহ, মাথুরার এমপি ও মহারাষ্ট্রের তরুণ নেতা শায়না এনসি।

উল্লেখ্য, বিজেপির নীতি নির্ধারণী সব ধরনের সিদ্ধান্ত জাতীয় নির্বাহী পরিষদই নিয়ে থাকে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।