‘ইরাক থেকে তিন মাসেই আইএস বিতাড়িত করা হবে’


প্রকাশিত: ০৮:০৩ এএম, ২৮ ডিসেম্বর ২০১৬

ইরাক থেকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে তিন মাসের মধ্যে বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। দেশটিতে আইএসের শেষ শক্তিশালী ঘাঁটি মসুলে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীর লড়াইয়ের মাঝে মঙ্গলবার তিনি এ মন্তব্য করেছেন।

এর আগে ইরাকের এই প্রধানমন্ত্রী দেশটির উত্তরাঞ্চলকে চলতি বছরের শেষের দিকে আইএসের হাত থেকে পুনরুদ্ধারের অঙ্গীকার করেছিলেন। তবে বেসামারিক হতাহতের পরিমাণ এড়াতে অভিযান ধীরগতিতে চালায় নিরাপত্তাবাহিনী। এই অঞ্চলের বাসিন্দারা অভিযানের সময় নিজেদের বাড়ি-ঘর না ছাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের এক কমান্ডার এর আগে বলেছিলেন, ইরাক এবং সিরিয়া থেকে আইএসকে বিতাড়িত করতে দুই বছর সময় লাগতে পারে।

ইরাকের প্রধানমন্ত্রী আবাদি বলেছেন, ‘মার্কিনিরা খুবই হতাশ ছিল। তারা দীর্ঘ সময়ের কথা বলতে অভ্যস্ত হলেও আমাদের সাহসী ও বীর সেনারা সেই সময় কমিয়ে অসাধারণ সাফল্য অর্জন করছে। আমি বলছি, ইরাক থেকে আইএসকে বিতাড়িত করতে তিন মাসের বেশি সময় লাগবে না।’

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।