পার্ল হারবার সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০৩:০১ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্র সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে হাওয়াইয়ের বেশ কিছু স্মৃতিসৌধ সফর করেছেন। পার্ল হারবারও সফর করবেন আবে। ১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের এই নৌঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছিল জাপান।

বিবিসির খবরে বলা হয়েছে, আবের সঙ্গে এ সময় যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামাও থাকবেন। হামলার পর দুই দেশের নেতার এটিই প্রথম সফর।

আবের পক্ষ থেকে বলা হয়েছে, ওই হামলায় মৃতদের জন্য তিনি প্রার্থনা করবেন। তবে আনুষ্ঠানিকভাবে তার জন্য ক্ষমা চাইবেন না।

পার্ল হারবোরে জাপানের হামলায় ২ হাজার ৩০০ মার্কিন সেনা নিহত হন। মূলত ওই ঘটনায় যুক্তরাষ্ট্রকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে টেনে আনে।

পার্ল হারবারে নিহতদের জন্য প্রার্থনার পর মঙ্গলবার হাওয়াইয়ে একটি শীর্ষ বৈঠকে যোগ দেবেন ওবামা ও আবে। জানুয়ারিতে ওবামার ক্ষমতা ছাড়ার আগে এটিই হবে তাদের শেষ বৈঠক।

এরআগে পদে আসীন থাকা অবস্থায় প্রথম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে গেল মে মাসে জাপানের হিরোশিমা সফর করেছেন বারাক ওবামা। হিরোশিমায় যুক্তরাষ্ট্রের চালানো পারমাণবিক বোমা হামলায় অন্তত দেড় লাখ মানুষ নিহত হন।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।