রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন মিঠুন চক্রবর্তী


প্রকাশিত: ০২:৩৮ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৬

মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন দেশটির জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। সোমবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবাংলার রাজনৈতিক দল তৃণমূল।

মিঠুন চক্রবর্তী অভিনেতা থেকে রাজনীতিতে হাতে খড়ি নেন ২০১৪ সালের এপ্রিলে। ওই সময় তৃণমূলের প্রার্থী হয়ে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন তিনি। ২০১৫ সাল থেকে তৃণমূলের রাজনৈতিক কর্মসূচিতে দেখা যেত না তাকে।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে তৃণমূল জানিয়েছে। দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে বিদেশে থাকছেন তিনি।

তৃণমূল বলছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মিঠুন। দলের সঙ্গে বিভিন্ন সংস্থার আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বৃদ্ধি পায় এ অভিনেতার।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।