অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে ভারত


প্রকাশিত: ০৬:৪১ এএম, ২৬ ডিসেম্বর ২০১৬

আজ সোমবার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে ভারত। দীর্ঘমাত্রার পারমানবিক ধারণ করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। উড়িষ্যা উপকূলের কালাম দ্বীপে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা (ডিআরডিও) এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করবে। খবর এনডিটিভির।

আন্তর্মহাদেশীয় তলদেশে পারমানবিক পাঠাতে সক্ষম এই ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রটি ভারতের অগ্নি ক্ষেপণাস্ত্র পরিবারের নতুন সদস্য।  

এর আগেও তিনবার অগ্নি পরিবারের ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা চালানো হয়। বিশেজ্ঞরা বলছেন, শত্রুদের সম্পর্কে  নির্দেশনা দিতে, পরিভ্রমণ এবং কৌশলগত ক্ষেত্রে যে গভীরতা ধারণ করা প্রয়োজন তার সব কিছুই সম্পূর্ণ নতুন প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রটিতে রয়েছে।

আরো কিছু পরীক্ষা চালানোর পর খুব শিগগিরই ভারতীয় সামরিক অস্ত্রাগারে জায়গা পাবে নতুন এই ক্ষেপণাস্ত্রটি।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।