সোনিয়া ও রাহুল গান্ধিকে আদালতে তলব


প্রকাশিত: ১২:০৯ পিএম, ২৬ জুন ২০১৪

ন্যাশনাল হেরাল্ড নামের সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া একটি পত্রিকার সম্পদ আত্মসাতের চেষ্টার অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও তার পুত্র কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধিকে তলব করেছে দিল্লির একটি আদালত।

বৃহস্পতিবার দিল্লির মহানগর ম্যাজিস্ট্রেট গোমতি মানুচা এই সমন জারি করেন। ৭ আগস্টের মধ্যে আদালতে হাজির হতে হবে সোনিয়া ও রাহুলকে। বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামীর এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আদালত এ সমন জারি করে।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ১৯৩৮ সালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি প্রকাশ করেন। তবে ২০০৮ সালে এটিকে বন্ধ করে দেয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।