প্রস্তুতি নয়, পারফর্মেন্সকে দুষলেন ইংলিশ অধিনায়ক


প্রকাশিত: ০৭:০২ পিএম, ১০ মার্চ ২০১৫

বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের কাছে হেরে আসর থেকে আগেভাগেই ছিটকে পড়ায় গভীর হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান।

মঙ্গলবার গণমাধ্যমকে মর্গ্যান বলেন, “চরম হতাশাজনক ব্যাপার এটা। এই গ্রুপে আরো দূর যাবার ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম। এর চেয়ে বড় ধাক্কা আর হয় না আমাদের জন্য”।

তিনি আরও বলেন, “যেভাবে আমরা খেলেছি, ফলাফল সেরকমই হয়েছে। এটা আরেকটা দৃষ্টান্ত যে আমরা দলের জন্য যেভাবে খেলা উচিৎ, সেটা খেলতে পারিনি”।

ইয়ান বেল এবং জস বাটলারের চমৎকার অর্ধশত’র পরেও ২৬০-এ অলআউট হওয়ার পেছনে তিনি অবশ্য প্রস্তুতির চেয়ে খেলার মাঠের পারফর্মেন্সকে দুষছেন বেশি।

“প্রস্তুতি খারাপ ছিল- বলবোনা। বরং ভালই ছিল। সমস্যাটা হয়তো মাঠের পারফর্মেন্সে। আমরা কিছুতেই বোলিং আর ব্যাটিং-এর মধ্যে সঙ্গতি রেখে খেলতে পারলাম না” বললেন ইংলিশ অধিনায়ক।

সোমবার শ্বাসরুদ্ধকর ম্যাচে বাংলাদেশের কাছে ১৫ রানে হেরে বিশ্বকাপের যাত্রা এবারের মতো শেষ করে ইংল্যান্ড দল। ব্রিটিশ গণমাধ্যমও মাঠে তাদের খেলার সমালোচনায় মুখর ছিল পুরোদিন। তারই প্রেক্ষিতে এই প্রথম বিস্তারিতভাবে তার প্রতিক্রিয়া জানালেন মর্গ্যান।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।