`ইএল নিনো`র প্রভাবে বৃষ্টিপাত কমে বাড়বে উষ্ণতা


প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১০ মার্চ ২০১৫

বর্ষা মৌসুমের শুরুতে দক্ষিণ এশিয়ার আবহাওয়ায় নতুন পরিবর্তন দেখা যাবে। এই অঞ্চলের আবহাওয়া বিষয়ক ভালো পূর্বাভাস নেই আবহাওয়াবিদদের কাছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া সংস্থাগুলো জানিয়েছে নব্য `ইএল নিনো` এবারের বর্ষা মৌসুমী প্রশান্ত মহাসাগরীয় জলবায়ুর প্রভাবে এশিয়া বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পর্যাপ্ত বৃষ্টিতে বাঁধা সৃষ্টি হবে। অথচ এই অঞ্চলে বর্ষা মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হলে কৃষি খাতে অনেক ক্ষয়-ক্ষতি হয়ে যাবে।

মার্কিন ও অস্ট্রেলিয়ার আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ঠিক বর্ষার মৌসুমেই এই বায়ু ভারত মহাসাগরে অবস্থান করার আশঙ্কা ৫০ থেকে ৬০ ভাগ । অস্ট্রেলিয়ার আবহাওয়া সংস্থার পূর্বাভাস বলছে এই মার্চের শেষের দিকে বর্ষায় বাঁধা সৃষ্টি করতে পারে ইএল নিনো।

ভারতের আবহাওয়া বিভাগের ডি সিবান্দা পাই জানিয়েছেন, মার্কিন আবহাওয়া সংস্থা আবহাওয়া পূর্বাভাসের যেসব  মডেল প্রকাশ করে তা বেশ জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য। তাই বলা যায় প্রশান্ত মহাসাগরীয় জলবায়ুর উষ্ণ প্রভাব এই অঞ্চলে বিরাজ করবে ।

অবশ্য মার্কিন আবহাওয়া সংস্থা সর্বশেষ জানিয়েছে ইএল নিনোর প্রভাব পুরো বছরজুড়েই এই অঞ্চলে বিরাজ করতে পারে। নব্য এই জলবায়ুর কারণে ভারতে এ বছর ১১ শতাংশ বৃষ্টিপাত কম হবে।

আবহাওয়ায় ইএল নিনোর প্রভাব থাকলে সত্যিই ভারতের কৃষিখাত ক্ষতিগ্রস্ত হবে এবং সেই সাথে ভারতের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। আর সেই প্রভাব বাংলাদেশেও পড়বে এটা বলা যায় নিঃসন্দেহে।

এমজেড/এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।