মহারাষ্ট্রের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২১ ডিসেম্বর ২০১৬

ভারতের মহারাষ্ট্র প্রদেশের গনদিয়ার একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের পর ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। খবর এনডিটিভির।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গনদিয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন।

ঘটনাস্থলে দমকল বাহিনীর ১৫টি গাড়ি মোতায়েন করা হয়েছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনে আটকে পড়াদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে শহরের ওই হোটেলটিতে উঠেছিলেন। অগ্নিকাণ্ডের সময় হোটেলের ভেতরে বহু মানুষ অবস্থান করছিলেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।