বার্লিনে লরি হামলাকারী পাকিস্তানি বংশোদ্ভূত


প্রকাশিত: ১২:১১ পিএম, ২০ ডিসেম্বর ২০১৬

বার্লিনের প্রাণকেন্দ্রের ক্রিসমাস মার্কেটে লরি হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। দেশটির কর্মকর্তারা বলছেন, নাভেদ বি নামের ২৩ বছর বয়সী ওই হামলাকারী পাকিস্তানি বংশোদ্ভূত আশ্রয়প্রার্থী ছিলেন। তবে হামলাকারীর বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি দেশটির সরকার।

মঙ্গলবার সাত টন ওজনের একটি লরি ক্রিসমাস মার্কেটে ঢুকিয়ে দেয় হামলাকারী। এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে।

বার্লিনের সরকারি রেডিও স্টেশন আরবিবি-ইনফোরেডিও বলছে, সন্দেহভাজন লরি হামলাকারী পাকিস্তানি নাগরিক; যিনি গত বছরের ৩১ ডিসেম্বর জার্মানিতে প্রবেশ করেছে।

সংবাদ সংস্থা ডিপিএ অজ্ঞাত একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, চলতি বছরের ফেব্রয়ারিতে শরণার্থী হিসেবে জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন ওই হামলাকারী। পুলিশের কাছে হামলাকারীর বিরুদ্ধে ছোটখাট অপরাধের অভিযোগ ছিল।

তবে সন্দেহভাজন হামলাকারীর পরিচয়ের বিষয়ে নিশ্চিত করে তথ্য জানাতে অস্বীকার করেছে বার্লিন পুলিশ। এদিকে, ওয়েল্ট ডেইলি এক প্রতিবেদনে বলছে, বার্লিনের টেমপেলহফ বিমানবন্দরের পাশে শরণার্থী শিবিরে রাতভর তল্লাশি চালিয়েছে পুলিশ। আশ্রয় শিবিরে চারজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাদেরকে আটক করা হয়নি।

মঙ্গলবার রাতে ক্রিসমাস মার্কেটে লরি হামলায় ১২ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছে।  

লরি হামলার পর জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, আমরা অনুমান করছি; এটি সন্ত্রাসী হামলা ছিল। যুক্তরাষ্ট্রের সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হামলায় আইএস জড়িত দাবি করে বলেছেন, তাদেরকে সমূলে উৎপাটন করতে হবে। এদিকে, জার্মানির শরণার্থী বিরোধী এ সংসদ সদস্য বার্লিন হামলার জন্য মেরকেলকে দায়ী করেছেন।

এসআইএস/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।