তুরস্কে মার্কিন দূতাবাসে হামলার চেষ্টা


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

তুরস্কের রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাসে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করায় এক বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারার একটি আলোকচিত্র প্রদর্শনীতে এক বন্দুকধারীর গুলিতে দেশটিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলোভ নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই মার্কিন দূতাবাসেও হামলা চালানোর চেষ্টা করা হয়।

কারলোভের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মার্কিন দূতাবাস বন্ধ রাখা হয়েছিল। এক রিপোর্টে জানানো হয়েছে, ওই ব্যক্তি প্রথমে ফাঁকা গুলি ছোড়েন। পরে নিরাপত্তা বাহিনী তাকে আটক করে।

embassy

আন্দ্রেই কারলভ নিহত হওয়ার পর নিরাপত্তার কারণে মার্কিন দূতাবাসের ভেতরেই অবস্থা করছিলেন কর্মকর্তা ও কর্মচারীরা। পরে হামলার চেষ্টা চালানো ওই ব্যক্তিকে আটকের পর দূতাবাস থেকে সবাই নিরাপদে বের হয়ে গেছেন।  

এদিকে, রাষ্ট্রদূত আন্দ্রেই কারলোভ নিহত হওয়ার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উর্ধ্বতন কর্মকর্তা। ওই কর্মকর্তা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

কারলোভ যেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন সেখান থেকে মাত্র আড়াই মাইল দূরেই মার্কিন দূতাবাস অবস্থিত।

টিটিএন/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।