ইলেক্টোরাল কলেজ ভোটেও ট্রাম্প জয়ী


প্রকাশিত: ০৩:৪২ এএম, ২০ ডিসেম্বর ২০১৬

ইলেক্টোরাল কলেজ ভোটের ফলাফলে ঘুরে যেতে পারে ট্রাম্প বা হিলারির ভাগ্য- এমন আলোচনা ঘুরপাক খেলেও শেষ পর্যন্ত কিছুই বদলাচ্ছে না।  ইলেক্টোরাল কলেজ ভোটেও জয় নিশ্চিত হয়েছে ট্রাম্পের।

নির্বাচনে জয় লাভের ছয় সপ্তাহ পর আনুষ্ঠানিকভাবে ২৭০ ভোট নিশ্চিত হলো ট্রাম্পের।

এ ঘোষণা আসার পর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, সব আমেরিকানদের প্রেসিডেন্ট হতে ও দেশকে এক করতে কাজ কঠোর পরিশ্রম করবেন তিনি।

এক বিবৃতিতে মার্কিনিদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।

ট্রাম্পকে সমর্থন না জানাতে একের পর এক ফোন, ইমেইল গেছে ইলেক্টরদের কাছে।

৬ জানুয়ারি আনুষ্ঠিকভাবে এ ফল ঘোষণা করেন।   

উল্লেখ্য, নভেম্বরের নির্বাচনে ৫৩৮ ইলেক্টোরাল কলেজ ভোটের মধ্যে ২৭৯টি ভোট পেয়েছিলেন ট্রাম্প। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেট দলীয় প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছিলেন ২১৮টি।

এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।