এক সঙ্গে কাজ করবে বেইজিং ও মস্কো


প্রকাশিত: ০৬:৩৮ এএম, ০৯ মার্চ ২০১৫

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করবে। রোববার চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন দেশটির চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় রাশিয়ার সঙ্গে কৌশলগত সমন্বয় ও সহযোগিতা অব্যাহত রাখবে চীন। এছাড়া পারস্পরিক স্বার্থের ওপর প্রতিষ্ঠিত এবং দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর আরো সুযোগ রয়েছে।

ওয়াং ই বলেন, মস্কো ও বেইজিং যৌথভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার ৭০তম বার্ষিকী পালন করবে। দু’দেশ  ১৯৩৯ থেকে ১৯৪৫ সালের যুদ্ধের বিজয়ের ফসল রক্ষা করতেও সচেষ্ট থাকবে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া, চীন ও রাশিয়া তেল, গ্যাস এবং পরমাণু শক্তির ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে বলে চীনা পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন।

চীন ও রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক লেনদেন ১০০ বিলিয়ন ডলারে উন্নিত করবে বলেও মন্তব্য করেন ওয়াং ই।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।