লোকসভায় ডেপুটি স্পিকারের দায়িত্ব পাচ্ছেন এআইএডিএমকে নেতা
লোকসভায় ডেপুটি স্পিকার পদে দায়িত্ব নিতে যাচ্ছেন এআইএডিএমকে নেতা এম থাম্বিদুরাই। মঙ্গলবার এই পদের জন্য মনোনয়নপত্র পেশ করবেন তিনি। শাসক ও বিরোধী উভয় দলই তাঁকে সমর্থন করায় সর্বসম্মত ভাবে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হতে চলেছেন এই তামিল নেতা।
ডেপুটি স্পিকার পদে নিজের নাম প্রস্তাব করেছিলেন কংগ্রেস নেতা মাল্লিকার্জুন খার্গে। তাঁকে সমর্থন জানায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কিন্তু থাম্বিদুরাইকে সর্বসম্মত ভাবে সমর্থন করার আবেদন জানান সংসদ বিষয়ক মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। থাম্বিদুরাইকে সমর্থনের পিছনে রাজ্যসভায় বিজেপি’র শক্তি বাড়ানোর সমীকরণ লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
২৫০ জনের উচ্চকক্ষে মাত্র ৪৬ জন সদস্য রয়েছে বিজেপি’র। সংখ্যাগরিষ্ঠতা পেতে ১২৫ জন সদস্য প্রয়োজন বিজেপি নেতৃত্বাধীন জোটের। এইডিআই থেকে বিচারপতি নিয়োগ, গুরুত্বপূর্ণ বিল পাশের ক্ষেত্রে রাজ্যসভায় এআইএডিএমকে-র সমর্থন বিজেপি’কে মদত যোগাবে বলেই মনে করা হচ্ছে। নির্বাচনী প্রচার চলার সময় একে অপরকে কড়া ভাষায় আক্রমণ শানায় যুযুধান দুই রাজনৈতিক দল। তবে নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর তিক্ততা সরিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান মোদী-আম্মা।