সকল নারীর প্রতি নায়লা নাঈমের সমৃদ্ধি কামনা


প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৯ মার্চ ২০১৫

সেন্সরে যাচ্ছে নায়লা নাইম অভিনীত চলচ্চিত্র রানআউট। সেন্সর ছাড়পত্র পেলেই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিচালক তন্ময় তানসেন। এদিকে নারী দিবস উপলক্ষে রান আউট পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নায়লা নাঈম।

নায়লা তার ফেসবুকে নারী দিবস উপলক্ষে বলেন, ‘নারী দিবস উদযাপনের বিশেষ আয়োজনে রানআউট টিমের পক্ষ থেকে শুভ কামনা। নারীর ক্ষমতা ও শক্তি আমাদের দিক নির্দেশক হয়ে উঠুক। নারীর কোমল পরশ আমাদের প্রশমিত করুক; এবং মাতৃত্বের কোমল প্রেম ও প্রজ্ঞা আমাদের উদ্ভাসিত করুক। আমাদের রাষ্ট্রে লিঙ্গ বৈষম্য আর নারীর প্রতি সমঅধিকার প্রতিষ্ঠা পাক। এই বিশেষ দিনে নারীর সমৃদ্ধি কামনা করি। পৃথিবীর সকল নারীর জন্য শুভ কামনা।’

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।