শুক্রবার নামাজের জন্য ৯০ মিনিট পাবেন উত্তরাখণ্ডের মুসলিমরা


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৬

মুসলিম সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে ভারতের উত্তরাখণ্ড রাজ্য সরকার। প্রতি শুক্রবার মুসলিমরা যাতে পবিত্র জুমআর নামাজ আদায় করতে পারেন; সেজন্য নামাযের সময় ৯০ মিনিটের কর্মবিরতির ঘোষণা দেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবারের নামাজে যাতে মুসলিমরা যোগ দিতে পারেন, সেজন্য মুসলিম কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৯০ মিনিট কাজে বিরতি পালন করতে দেবে উত্তরাখণ্ড সরকার।

রাজ্যের মুখ্যমন্ত্রী হরিশ সিংহ রাওয়াতের নেতৃত্বে অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে প্রত্যেক শুক্রবার সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্থাৎ দেড় ঘণ্টা কাজ থেকে ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময় তারা নামাজে অংশগ্রহণ করতে পারবেন।

এ ছাড়া ওই বৈঠকে কংগ্রেস সরকার মেট্রো প্রকল্পের ব্যাপারে একটি বিস্তারিত প্রজেক্ট তৈরিতে সম্মতি দিয়েছে। পাশাপাশি জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা দেয়ার জন্য রাজ্য সরকারের সঙ্গে স্বাক্ষরিত ৫ বছরের বন্ড উপেক্ষা করলে চিকিৎসকদের বিরুদ্ধে দুই থেকে আড়াই কোটি টাকা জরিমানার সিদ্ধান্তও হয়েছে বৈঠকে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।