ভারতে সোয়াইন ফ্লুতে মৃত্যু ১৩৭০
সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে ভারতে এ পর্যন্ত এক হাজার ৩৭০ জনের মৃত্যু হয়েছে। রোববার পর্যন্ত এ রোগে ২৫ হাজার ১৯০ জন আক্রান্ত হয়েছে বলে এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেলটি জানায়, গুজরাটে সোয়াইন ফ্লু আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২২ জন। এ ছাড়া রাজ্যের পাঁচ হাজার ২২১ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রাজস্থান রাজ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছে ৩২১ জন। এ রাজ্যে আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৯৪৯ জন। দিল্লিতে মারা গেছেন ১০ জন। আহত ব্যক্তির সংখ্যা তিন হাজার ৪৩৮ জন।
এ ছাড়া মহারাষ্ট্রে ১০, কর্ণাটকে ৬৩, কাশ্মীরে ১১, কেরালায় ৯, হরিয়ানায় ২৭, পাঞ্জাবে ৪৭, উত্তর প্রদেশে ১৬ ও অন্ধ্রপ্রদেশে ১৫ জন লোক সোয়াইন ফ্লুতে মারা গেছেন।
সোয়াইন ফ্লুতে শিক্ষক, তারকাসহ বিভিন্ন পর্যায়ের মানুষ আক্রান্ত হয়েছেন। শনিবার আগ্রা বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা বিভাগের সাবেক প্রধান জিতেন্দ্র রাজবংশী মারা যান। সম্প্রতি এ ভাইরাসে আক্রান্ত হন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
বিএ/এমএস