চুরি করা ড্রোন চীন রাখুক : ট্রাম্প


প্রকাশিত: ০১:০৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনের উচিত জব্দ করা মানুষবিহীন ডুবোযানটি ফেরত না নিয়ে সেটি চীনের কাছেই রাখতে দেয়া। এর আগে তিনি চীনকে অভিযুক্ত করে বলেন, মার্কিন ডুবোযানটি তারা (চীন) চুরি করেছে।

দক্ষিণ চীন সাগরে চালকবিহীন একটি মার্কিন ডুবোযান আটক করার পর সমুদ্রসীমায় যুক্তরাষ্ট্রের নজরদারি বন্ধের আহ্বান জানায় চীন। পেন্টাগনও বলছে, বৈজ্ঞানিক গবেষণা কাজের অংশ হিসেবে ওই ড্রোন ডুবোযানটি সেখানে মোতায়েন করা হয়েছিল এবং আটককৃত ডুবোযানটি ফিরিয়ে দেয়ার জন্য চীনের কাছে দাবিও জানান মার্কিন কর্মকর্তারা।

এরপর ডুবোযানটি ফেরতের বিষয়ে বেইজিংয়ের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানায় পেন্টাগন। কিন্তু টুইটারে ডোনাল্ড ট্রাম্পের, ‘মার্কিন ডুবোযান চুরি’ সংক্রান্ত মন্তব্য বিষয়টিকে জটিল করে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

প্রেসিডেন্ট নির্বাচনের পর এ নিয়ে তৃতীয়বারের মতো চীনকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। বিবিসি বাংলা।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।