পূর্ব ইউক্রেনে রাশিয়ার তিনশ ত্রাণবাহী ট্রাক


প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১২ আগস্ট ২০১৪

এক জরুরি ত্রাণ মিশনের অংশ হিসেবে মস্কো থেকে প্রায় তিনশ ট্রাকভর্তি মানবিক সাহায্য পূর্ব ইউক্রেনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। কিয়েভের সাথে করা এক চুক্তির ভিত্তিতে এই সাহায্য সামগ্রী পাঠানো হচ্ছে।

ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা লুবানস্কে যুদ্ধের কারণে যে বেসামরিক লোকেরা আটকে পড়েছেন তাদের জন্যই এই সাহায্য পাঠানো হচ্ছে।

রাশিয়ার সংবাদ মাধ্যম বলছে, ইউক্রেনের সীমান্তে আন্তর্জাতিক রেডক্রস এই জরুরি ত্রাণ গ্রহণ করবে এবং তার পর তা রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাবে।

কিন্তু রেডক্রস বলছে, এই কার্যক্রমের বাস্তব দিকগুলো এখনো তাদের কাছে স্পষ্ট করা হয় নি।

ফরাসী পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিয়াস অবশ্য বলেছেন, এ ব্যাপারে খেয়াল রাখতে হবে যে এই মিশনকে রাশিয়া ইউক্রেনে কোন বৃহত্তর হস্তক্ষেপের সুযোগ হিসেবে ব্যবহার করতে না পারে।

অবশ্য মস্কোতে একজন রুশ কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনী এই কার্যক্রমে কোন ভুমিকাই পালন করছে না। বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।