দুর্ঘটনায় প্রাণ গেলো জেদ্দার ট্রাফিক পুলিশ প্রধানের


প্রকাশিত: ১০:৪০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

রাস্তায় যানজট নিরসনে তার নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করতো ট্রাফিক বিভাগ। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় এগিয়ে যেতেন তিনি। কিন্তু কে জানতো মহাসড়কে গাড়ির চাপায় প্রাণ যাবে তার? এ রকমই এক দুর্ঘটনার শিকার হয়েছেন সৌদি আরবের জেদ্দার ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মেজর জেনারেল ওয়াসলাল্লাহ বিন ওয়াসিল আল হারাবি।।

সৌদি আরবের জাতীয় দৈনিক সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেদ্দার ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও  সাবেক পরিচালক মেজর জেনারেল ওয়াসলাল্লাহ শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আল-শিমায়সির কাছে জেদ্দা-মক্কা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ট্রাফিক বিভাগের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

ওয়াসলাল্লাহকে বহনকারী গাড়ির সঙ্গে তিনটি গাড়ির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় আহত আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক। ভয়াবহ এই দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির ট্রাফিক পুলিশ। ট্রাফিক বিভাগের অফিস পরিদর্শনে মক্কা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।