ইন্দোনেশিয়ায় বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত : নিহত ১৩


প্রকাশিত: ০৪:২৬ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ায় বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই সেনা। বিমান বাহিনীর হারকিউলিস সি-১৩০ বিমানটি পূর্বাঞ্চলীয় পাপুয়া প্রদেশে বিধ্বস্ত হয়েছে। বিমানে থাকা সবাই প্রাণ হারিয়েছে। খবর বিবিসির।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটিতে ১০ সেনা এবং তিন পাইলটের সবাই প্রাণ হারিয়েছেন। বিমান বাহিনীর চিফ অব স্টাফ অগাস সুপ্রিয়াতনা মেট্রো টিভিকে জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হারকিউলিস তিমিকা থেকে ওয়ামেনায় খাবার সরবরাহের কাজে নিয়োজিত ছিল। রোববার পাহাড়ি শহর তেররেইনের কাছে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। তিমিকা থেকে যাত্রা করে বিমানটির ওয়ামেনায় অবতরণের কথা ছিল।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।