ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে পাকিস্তান


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশকরা জানিয়েছেন, সোমবার থেকেই তারা আবারো ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন শুরু করবেন। খবর বিবিসির।

চলতি বছরের সেপ্টেম্বরে ভারত অধিকৃত কাশ্মিরের উরিতে সেনা ঘাঁটিতে হামলার ঘটনাকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। তারপরেই পাকিস্তান অধিকৃত কাশ্মিরে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারত। ওই ঘটনার পর দু’দেশের মধ্যে অস্থিরতা বেড়েই চলেছে।

দু’দেশের মধ্যে চলমান অস্থিরতার জের ধরেই ভারতীয় চলচ্চিত্রে পাকিস্তানি অভিনেতাদের কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর জের ধরে গত সেপ্টেম্বর থেকেই ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান। কিন্তু এর ফলে পাকিস্তানে চলচ্চিত্র ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন।

পাকিস্তানে ভারতীয় চলচ্চিত্র বেশ জনপ্রিয়। নিজেদের আরোপিত নিষেধাজ্ঞার কারণে বড় অংকের রাজস্ব ক্ষতির মুখে পড়েছে দেশটি। আর সেকারণেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।