কাশ্মিরে সেনা বহরে আবারও জঙ্গি হামলা : নিহত ৩


প্রকাশিত: ০৪:২১ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের প্যাম্পোরে সেনাবাহিনীর বহরে জঙ্গি হামলায় অন্তত তিন সেনা নিহত হয়েছে। শনিবার  শ্রীনগর-জম্মু জাতীয় মহাসড়কে সেনাবহরে অতর্কিত হামলা চালিয়েছে জঙ্গিরা।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মিরের পুলওয়ামা জেলার প্যাম্পোরের কাদলাবালে বিকেল সাড়ে তিনটার দিকে সেনাবহর লক্ষ্য করে গুলি ছুড়েছে জঙ্গিরা। জঙ্গিরা মটরসাইকেল যোগে এসে এলাপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়।

সেনাবাহিনী বলছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের আবাসিক এলাকা ঘেরাও করে জঙ্গিদের ধরতে সাঁড়াশি অভিযান চালায়।

চলতি বছরে প্যাম্পোরে বেশ কয়েকবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। অক্টোবরে জঙ্গিরা প্যাম্পোরের একটি সরকারি ভবনে হামলা চালায়। পরে ৬০ ঘণ্টার বন্দুকযুদ্ধে দুই জঙ্গি নিহত হয়। এর আগে, গত ফেব্রুয়ারিতে প্যাম্পোরের আরেকটি সরকারি ভবনে জঙ্গিদের হামলায় ৫ সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়। পরে সেনাবাহিনীর অভিযানে তিন জঙ্গিও নিহত হয়েছে।

এসআইএস/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।