দ. কোরিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন বান কি মুন


প্রকাশিত: ০২:৫৭ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের মহাসচিবের মেয়াদ শেষ হচ্ছে। এর আগেই বিশ্বের শীর্ষস্থানীয় এই কূটনীতিক দেশটির নির্বাচনে লড়ার আভাস দিলেন।

জাতিসংঘের মহাসচিব হিসেবে শেষ সংবাদ সম্মেলনে বান কি মুন বলেন, কিছু সময় বিশ্রামের পরে তিনি দক্ষিণ কোরিয়া ফিরে যাবেন এবং দেশকে কীভাবে সর্বোচ্চ সহায়তা করা যায় সেবিষয়ে ভাববেন। ২০১৭ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

দুর্নীতির অভিযোগে দেশটির বর্তমান প্রেসিডেন্ট পার্ক গিউন হিউ এর বিপক্ষে সংসদে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে সংসদ সদস্যরা। গত সপ্তাহে অনুষ্ঠিত অভিশংসন ভোটটি দেশটির সাংবিধানিক আদালত ঝুলে আছে। আদালতের রায় বহাল থাকলে ক্ষমতাচ্যুত হবেন পার্ক গিউন।

সূত্র : বিবিসি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।