আফগানিস্তানে বিমানবন্দরে পাঁচ নারী নিরাপত্তাকর্মীকে হত্যা


প্রকাশিত: ০৬:০২ এএম, ১৭ ডিসেম্বর ২০১৬

আফগানিস্তানের কান্দাহার বিমানবন্দরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে পাঁচ নারী নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

কান্দাহার গভর্নরের মুখপাত্র শামিম আখাওয়াক জানিয়েছেন, ওই নারীরা একটি মিনিভ্যানে করে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। তারা সেখানেই নিরাপত্তার দায়িত্ব পালন করতেন।

সেসময় মোটরসাইকেল আরোহী দুই অজ্ঞাত ব্যক্তি মিনিভ্যানের দিকে ক্রমাগত গুলি ছুড়তে থাকে। গুলিতে ওই পাঁচ নারী ছাড়াও তাদের চালকও নিহত হয়েছেন।

বিমানবন্দরে নারী সফরকারীদের তল্লাশির কাজ করতেন ওই নারী নিরাপত্তাকর্মীরা। কী কারণে তাদের ওপর এমন হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। তবে দেশটিতে তালেবান জঙ্গি গোষ্ঠী প্রায়ই নিরাপত্তাকর্মীদের ওপর এ ধরনের হামলা চালিয়ে থাকে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।