বিদেশ সফরে ৭ মাস কাটিয়েছেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থেকে বিদেশ সফরে কাটিয়েছেন অন্তত ৭ মাস। গত নভেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর ওবামার সর্বশেষ সফর ছিল গ্রিস, জার্মানি ও পেরুতে।
শুক্রবার ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর সর্বশেষ ৫২তম বিদেশ সফর করেছেন বারাক ওবামা। এ নিয়ে বিশ্বের ৫৮টি দেশে মোট ২১৭ দিন কাটিয়েছেন তিনি।
দেশটির সাবেক দুই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনের বিদেশ সফরের সঙ্গে ওবামার সফরের খুব বেশি ব্যবধান নেই। বুশ ক্ষমতায় থাকাকালীন ৪৮বারে ৭২ দেশ সফর করেছিলেন। এ ছাড়া বিল ক্লিনটন ৭০ দেশে ৫৫ বার সফর করেছেন।
তবে ক্ষমতার শেষ মেয়াদে ওবামা এশিয়া সফরেই মনযোগ দিয়েছিলেন বেশি। মার্কিন প্রশাসনে সব সময় উপেক্ষিত বলে এশিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করলেও ওবামা ৫২ বারের বিদেশ সফরের ১৩ বার থেমেছিলেন এই অঞ্চলে।
একই সময়ে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মাত্র কয়েকটি দেশ সফর করেছেন ওবামা; যা সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটনের সফরের চেয়ে কম। নতুন অংশীদারিত্ব তৈরি এবং ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ কমিয়ে আনতে মনযোগী ছিলেন ওবামা।
এর মধ্যে ওবামার উল্লেখ্যযোগ্য এবং ঐতিহাসিক সফর ছিল মিয়ানমার ও কিউবা। কয়েক দশকের কূটনৈতিক বিচ্ছিন্নতার অবসান ঘটিয়ে এ দুটি দেশ সফর করেছেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা প্রথমবারের মতো ঐতিহাসিক সফর করেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার লাওস ও কম্বোডিয়ায়। একই সঙ্গে তার বাবার দেশ কেনিয়া ও ইথিওপিয়া সফর করেছেন ওবামা।
যুক্তরাষ্ট্রের ৩৬ তম প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের পর প্রথম প্রেসিডেন্ট হিসেবে মালয়েশিয়া সফর করেছেন বারাক ওবামা।
এসআইএস/পিআর