আলেপ্পোয় আটকা বেসামরিকদের সরিয়ে নেয়ার কাজ স্থগিত


প্রকাশিত: ১০:১০ এএম, ১৬ ডিসেম্বর ২০১৬

পূর্বাঞ্চলের আলেপ্পো থেকে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদ্ধের সরিয়ে নেয়ার কাজ স্থগিত করেছে সিরিয়া সরকার। একই সঙ্গে  বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে দেশটির ক্ষমতাসীন সরকার।

সরকারি সূত্রের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে বলছে, সিরিয়ার অবরুদ্ধ দুটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার কাজে বাধা দিয়েছে বিদ্রেহীরা। আলেপ্পো ছেড়ে যাওয়া বাস লক্ষ্য করে গুলি নিক্ষেপ করেছে মিলিশিয়ারা।  

বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬ হাজার মানুষ শহরটি ছেড়েছে। এদিকে, জাতিসংঘ বলছে, আলেপ্পোয় অন্তত ৫০ হাজার বেসামরিক নাগরিক আটকা পড়েছেন।  

রুশ সমর্থিত সিরীয় সেনাবাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত বেশিরভাগ জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে আলেপ্পো থেকে বেসামরিক ও যোদ্ধাদের সরিয়ে নেয়ার কাজ কেন স্থগিত করা হয়েছে সেবিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

সূত্র : বিবিসি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।