ফিলিপাইনে সেনা অভিযানে নিহত ১৪


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ০৭ মার্চ ২০১৫

ফিলিপাইনে সেনাবাহিনীর অভিযানে ১৪ জন নিহত হয়েছে। নিহতরা সবাই দেশটির বাংসামোরো ইসলামিক ফ্রিডম ফাইটার্সের (বিআইএফএফ) যোদ্ধা বলে জানা গেছে। খবর এএফপি।

খবরে বলা হয়, ফিলিপাইনের মিন্দানাওয়ে শুক্রবার রাতভর অভিযান চালায় সেনাবাহিনী। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে নিহতের এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল হ্যারল্ড চাবুনক জানান, বিআইএফএফ যোদ্ধাদের ওপর স্থল ও আকাশপথে হামলা চালানো হয়েছে। এতে ১৪ মুসলমান গেরিলা নিহত হয়েছে। এ অভিযানে আহত হয়েছে  ১৩ সেনা।

সেনাবাহিনীর পক্ষ থেকে শনিবার দাবি করা হয়েছে, বোমা তৈরীর ঘাঁটিসহ মুসলমান বিদ্রোহীদের তিনটি ঘাঁটি দখল করেছে সরকারি বাহিনী।

জানা গেছে, মুসলমান অধ্যুষিত মিন্দানাওয়ের মরো বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর কয়েক যুগ ধরে সংঘর্ষ চলে আসছে। সরকার ইতিমধ্যে মোরো যোদ্ধাদের সঙ্গে শান্তি চুক্তিও করেছে। তবে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষিত মোস্ট ওয়ান্টেড এক মালেয়শিয় বোমা প্রস্তুতকারীকে আটকে গোপনে মিন্দানাওয়ে অভিযানে গেলে সরকারি বাহিনীর সঙ্গে মোরো যোদ্ধাদের সংঘর্ষ বাঁধে। এত ৪৪ কমান্ডো নিহত হয়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।