সাতক্ষীরায় ২৪০ লিটার ফরমালিনসহ তিনজন আটক


প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৭ মার্চ ২০১৫

ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ২৪০ লিটার ফরমালিনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা শহরের সোনারগাঁও হ্যাচারির অফিস থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মুন্সিগঞ্জের গাজীরপাটনি গামের তোজাম্মেল মৃধার ছেলে ইবলু মৃধা (৪৫), ঢাকার মোহাম্মদপুর এলাকার আতাউল হকের ছেলে নাঈম সরদার (২৯) ও বরগুনার জেলার পাথরঘাটা উপজেলার হালিয়াঘাট গ্রামের আজিজ জোয়ার্দ্দারের ছেলে গোলাম ফারুক (৫১)।

সদর থানা পুলিশের ওসি এমদাদুল হক শেখ জানান, সাতক্ষীরা শহরের সোনারগাঁও হ্যাচারির অফিসে একটি চক্র বিপুল পরিমাণ ফরমালিন বিক্রির জন্য অপেক্ষা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২৪০ লিটার ফরমালিনসহ তাদের আটক করা হয়।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।