পাকিস্তানে ৪৬ ভারতীয় জেলে আটক
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মাছ ধরার নৌকাসহ ৪৬ ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তান। পাকিস্তানের সমদ্র নিরাপত্তা সংস্থা (এমএসএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানের এক পুরিশ কর্মকর্তা জানান, শুক্রবার তাদের আটক করে করাচির একটি থানা হাজতে রাখা হয়। পরে শনিবার তাদের আদালতে পাঠানো হয়।
এর আগে ২২ জানুয়ারি পাকিস্তানি নৌসেনারা ৩৮ ভারতীয় জেলেকে গ্রেফতার করেছিল। তারও আগে নভেম্বরে ৬১ জন ভারতীয় জেলেকে আটক করেছিল পাকিস্তানি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, জলসীমা লঙ্ঘণের দায়ে ভারত ও পাকিস্তান নিয়মিতভাবে একে অপরের জেলেদের আটক করে থাকে। দেশ দুটির জলসীমা সুনির্দিষ্ট না হওয়ায় ও অনেক জেলের নৌকায় গেøাবাল পজিশনিং সিস্টেম প্রযুক্তি না থাকায় প্রায়ই এমন লঙ্ঘণের ঘটনা ঘটে।
এএইচ/আরআই