মিসরে মুরসি সমর্থকের ফাঁসি কার্যকর


প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৭ মার্চ ২০১৫

মিসরের সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি’র সমর্থক মাহমুদ রমাদান নামের  এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার সকালে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর প্রেস টিভি।

মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় রমাদানের ফাঁসি কার্যকর করা হয়। ২০১৩ সালের জুলাই মাসে সেনা অভ্যুত্থানে মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর রমাদান ‘ব্যাপক সহিংসতায়’ জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ আনা হয়।

উল্লেখ্য, দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির পক্ষে ‘সহিংসতা’র অপরাধে প্রথম এ মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তবে এ পর্যন্ত গণবিচারে মুরসির শত শত সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছে মিসরের আদালত যাকে জাতিসংঘ সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে নজিরবিহীন বলে উল্লেখ করেছে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।