কুয়েতেও কাফালা পদ্ধতি বাতিলের আহ্বান


প্রকাশিত: ১১:৫০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৬

কাতারের পর এবার কুয়েতেও কাফালা পদ্ধতি বাতিলের আহ্বান জানানো হয়েছে। বুধবার দেশটির একটি মানবাধিকার সংস্থা দীর্ঘদিনের বিতর্কিত কাফালা পদ্ধতি বাতিলের আহ্বান জানিয়েছে। এই পদ্ধতি বাতিল হলে প্রবাসী শ্রমিকদের কাজের বিষয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটবে। এতে কাফালা স্পন্সরের পরিবর্তে শ্রমিকরা চুক্তির ভিত্তিতে কাজ করতে পারবেন।

কুয়েত অ্যাসোসিয়েশন ফর দ্য ফান্ডামেনটালস অব হিউমেন রাইটস তাদের ২০১৬ সালের বার্ষিক রিপোর্টে চলমান কাফালা পদ্ধতি বাতিল করে আন্তর্জাতিক মানের ওপর ভিত্তি করে নতুন নিয়মনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে।

প্রতি বছর হাজার হাজার প্রবাসী শ্রমিকের তথাকথিত নির্বাসনের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। এক বিবৃতিতে সংস্থাটি দাবি করেছে, আদালতের চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত কোনো প্রবাসীকে কুয়েত থেকে দেশে ফেরত পাঠানো যাবে না।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।